image


শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

ক। বার্ষিক ৮% মুনাফা বলতে বোঝায় ১০০ টাকার ১ বছরের সুদ ৮ টাকা। খ। এক বছরের মুনাফার ক্ষেত্রে মুনাফা= (সুদের হার * আসল)/১০০ বা (৮ * ১৫০০০)/১০০ =১২০০ টাকা। কাজেই আপনাকে ১২০০ টাকা দিতে হবে। গ। যেহেতু ১৫০০০ টাকার এক বছরের সুদ ১২০০ টাকা তাই ৫ বছরের সুদ ১২০০ * ৫= ৬০০০ টাকা (যদি চক্রবৃদ্ধি সুদ না দিতে হয়)  কাজেই ৫ বছর পর আপনাকে পরিশোধ করতে হবে (আসল+সুদ) বা ১৫০০০+৬০০০= ২১০০০ টাকা। (এখানে আমি ডাইরেক্ট সূত্র দিয়া করে বোঝায়ছি। কিন্তু যেহেতু এটা ক্লাস ৫ এর অংক তাই সূত্র না বসিয়ে পূর্ন লিখে করতে হবে।)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ