Call

নাহ।তাকে প্রথমে বলুন যে আপনি তুমি বলাটা পছন্দ করেন না।সে হয়ত আপনাকে বড় বোন ও কাছের বোন ভাবতে শুরু করেছেন।আর আপনি তার দিকে বাহ্যিকভাবে রাগ দেখাবেন যাতে সে তা আর না করে।।আর কিছু ছোট বাচ্চারা ওভার স্মার্ট দেখাতে বা ভাব নিতে শুরুতেই তুমি বলে অপরিচিত হওয়া সত্ত্বেও।তাই রাগ করবেন না মন থেকে।আসলে দেশ ডিজিটাল হয়েছে শ্রদ্ধা বোধ ভুলেছে।রাগ করবেন তো নিজ ব্রেনে চাপ নিলেন।°

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি উল্লেখ করেননি যে কি রকম ছোটো, প্রাপ্ত বয়স্ক কিন্তু  আপনার থেকে বয়সে কিছুটা ছোটো নাকি অপ্রাপ্ত ছোটো বাচ্চা। তবে আপনি রাগ করবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাক্তিগত ও আপনার মানষিক,  তবে আমার মতে তার সাথে রাগ না অরে তাকে বুঝিয়ে বলেন, মানুষের বিবেকের আদালত সবথেকে বড়।         

Talk Doctor Online in Bissoy App