Share with your friends
Call

Laughing Gas এর সংকেত হলো N2O (নাইট্রাস অক্সাইড) । অ্যামোনিয়াম নাইট্রেট ( NH4NO3) কে ১৭০°C থেকে ২৪০°C মধ্যে তাপমাত্রা দিয়ে উত্তপ্ত করলে 2H2O অর্থ্যাৎ পানি এবং নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। 


বিক্রিয়া:


    NH4NO3 →2H2O + N2O



বি.দ্র. লাফিং গ্যাস তৈরির এটি মূল তথ্য কিন্তু বাস্তবে তৈরি করতে গেলে আরো বিভিন্ন ধাপ অনুসরণ করতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Shawn

Call

সোডিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে উত্তপ্ত করলে গ্যাসীয় নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস উৎপন্ন হয়।এটা গ্যাসজারে সংরক্ষণ করবেন।এটা বর্ণহীন,মৃদু মিষ্টি গন্ধ আছে।অল্প নি:শ্বাসের সাথে গ্রহণ করলে এটা হাসির উদ্রেগ ঘটায়।

Talk Doctor Online in Bissoy App