আমি আরও ৪ বছর আগে মালদ্বীপ থেকে এই ল্যাপটপটি ক্রয় করেছিলাম, কেনার কয়েক মাস পর আমি ইহার উইন্ডোজ চেঞ্জ করতে চাইছিলাম, কিন্তু পারিনি, ক্রয় করার সময় উইন্ডোজ-৮ দেওয়া ছিল, বুট অপশন মেনুতে legacy mode নেই শুধু UEFI Mode, এখন আমি কিভাবে উইন্ডোজ চেঞ্জ করতে পারি প্লিজ হেল্প করেন ভাইয়ারা,,
Share with your friends
Call

আপনার ল্যাপটপে হয় তো কোনো সমস্যা হয়েছে। এজন্যই হয় তো উইন্ডোজ দেওয়া যায় না। 

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

আপনি নিজে চেষ্টার পাশাপাশি সার্ভিস দোকানে নিয়াছিলেন কিনা বললে ভাল হত, আসলে ল্যাপটপে GPT part এবং MBR part নিয়া একটু ঝামেলা হয়। USB flash বা পেনড্রাইভ থেকে সেটাপ দিন, পেনড্রাইভ থেকে সেটাপ করতে বুট মেনু থেকে চেঞ্জ করতে হয়, আমি আপনার ল্যাপটপের বায়োস বলতে পারছিনা। যেহেতু আপনি এই বিষয় জানেন তাই একটু দেখে নিলে বুঝতে পারবেন, অবশেষে না পারলে একদিন সার্ভিস পয়েন্টে নিন। 

Talk Doctor Online in Bissoy App