CGPA এর মানে কী একটু বিস্তারিত জানতে চাই?
Share with your friends
Call

Cumulative Grade Point Average

Talk Doctor Online in Bissoy App
Call

CGPA=CUMULATIVE GRADE POINT AVERAGE ৪ বছরের কোর্সে প্রতি বছর আপনি যে মার্ক অর্জন করবেন সেটার গড়কে বলা হয় জিপিএ।  আর ৪ বছরের মোট রেজাল্টের গড়কে বলা হয় সিজিপিএ।

Talk Doctor Online in Bissoy App
Call
CGPA কি?নতুনদের নিকট এটি একটি নতুন বিষয়।নতুনদের জানার সুবিধার্থে CGPA সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল:

আশা করি ধৈর্য্য নিয়ে সময়
দিয়ে মনযোগ সহকারে পড়বেন
এবং পুনরায়
এটা নিয়ে প্রশ্ন করবেন না।
GPA=GRADE POINT AVERAGE
CGPA=CUMULATIVEGRADE POINT AVERAGE
৪ বছরের কোর্সে প্রতি বছর
তুমি যে মার্ক অর্জন
করবে সেটার গড়কে বলা হয় জিপিএ আর
৪ বছরের মোট
রেজাল্টের গড়কে বলা হয় সিজিপিএ।
প্রতি ইয়ারে সাবজেক্ট ভিত্তিক
ক্রেডিট নামক
একটা বিষয় থাকে। এটা বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ে
বিভিন্ন রকম অথবা ডিপার্টমেন্ট টু
ডিপার্টমেন্ট তারতম্য
হতে পারে।
চলো দেখে নেই বিশ্ববিদ্যালয়ের
গ্রেডিং সিস্টেম
৮০%-৮০+% = এ+(৪.০০)
৭৫%-৭৯% = এ(৩.৭৫)
৭০%-৭৪% = এ-(৩.৫০)
৬৫%-৬৯% = বি+(৩.২৫)
৬০%-৬৪% = বি(৩.০০)
৫৫%-৫৯% =বি-(২.৭৫)
৫০%-৫৪% = সি+(২.৫০)
৪৫%-৪৯% = সি(২.২৫)
৪০%-৪৪% = ডি(২.০০)
৪০% এর নিচে= এফ(০.০০)
কোর্স ওয়াইজ নাম্বারের তারতম্য
থাকে। এক
ইয়ারে তুমি যে বিষয়গুলা পড়বে এদের
প্রত্যেকটিকে একেকটি কোর্স
বলা হয়। পাশ নম্বর
বিশ্ববিদ্যালয় ভিত্তিক তারতম্য আছে।
নির্দিষ্ট জিপিএ এর জন্য নির্দিষ্ট
ক্রেডিট আছে।
এখন আসা যাক সিজিপিএ এর
ব্যাপারে-
তুমি ৪ বছরে যে পয়েন্ট পাবে তার
মোট কে মোট ক্রেডিট
দিয়ে ভাগ করে সিজিপিএ বের
করা হয়।
পাবলিক বিশ্ববিদ্যালয়
সমূহে সিজিপিএ ৩ বা তার
উপরে থাকলে তা ফার্স্ট ক্লাস ধরা হয়
এবং স্বনামধন্য বিশ্ববিদ্যালয় সমূহের
৩.২৫
বা তার অধিক
সিজিপিএ কে ফার্স্ট ক্লাস ধরা হয়।
এর বেশী জানার মনে হয় দরকার নেই
কারণ
বিশ্ববিদ্যালয়েভর্তির পর এই
ব্যাপারে একটা সেমিনার
অনুষ্ঠিত হয়ে থাকে।
সেখানে তোমার
প্রশ্নগুলো করলে উত্তর পেয়ে যাবে

তথ্য সূত্র ---
https://m.facebook.com/story.php?story_fbid=477658602441466&id=335074140033247
Talk Doctor Online in Bissoy App