প্রশ্ন নং - ১: পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন কেন ?  প্রশ্ন নং - ২: অভিকর্ষজ ত্বরণ , মহাকর্ষীয় ধ্রুবক , পৃথিবীর ভর ও পৃথিবীর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিপাদ কর । যদি উত্তর কারোর জানা থাকে । অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 'পৃথিবী ও মহাকর্ষ' অধ্যায়ের আলোকে উত্তর দিন
Share with your friends
SimantoMSA

Call

পৃথিবী সম্পূর্ণ গোল নয়। কিছুটা চ্যাপটা ধরণের । তাই অভিকর্ষজ ত্বরণের মান সকল স্থানে সমান নয়।

Talk Doctor Online in Bissoy App
Call
  • প্রশ্নঃ পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন কেন?
  • উত্তরঃ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে৷ অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়৷ যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ R ধ্রুবক নয় অর্থাৎ পরিবর্তনশীল৷ এজন্য  ভূপৃষ্ঠের সর্বত্র অভিকর্ষজ ত্বরণের (g) মান সমান নয়৷ মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ R সবচেয়ে কম বলে 
    অভিকর্ষজ ত্বরণের (g) মান সবচেয়ে বেশি৷ মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের (g) মান ৯.৮৩ মিটার/সেকেন্ড²৷ বিষুব অঞ্চলে (উত্তর ও দক্ষিন মেরুর মধ্যভাগ) পৃথিবীর ব্যাসার্ধ R সবচেয়ে বেশি বলে অভিকর্ষজ ত্বরণের (g) মান সবচেয়ে কম৷ বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের (g) মান ৯.৭৮ মিটার/সেকেন্ড²৷ ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের (g) আদর্শ মান ধরা হয় ৯.৮ মিটার/সেকেন্ড²৷ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের (g) মান শূন্য৷ পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক নয় বলেই বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান ভিন্ন৷
Talk Doctor Online in Bissoy App