এই বইগুলো কি মুসলিমরা ব্যবহার করতে পারবে?এই বইগুলোর যাদুগুলো কি ভুয়া?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইসলামে জাদু বিদ্যা শেখা হারাম। কুরআন ও হাদিসের বাণী ব্যাতিত অন্যান্য যেকোন ধরণের বই কেনা,পড়া বা বিক্রি করাও গুণাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এইগুলোর প্রায় সবই কুফুরি পদ্ধতির হয়ে থাকে । কার্যকারিতার দিক দিয়ে, নিয়ম মেনে করতে পারলে অধিকাংশই কাজ করে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসল যাদুর বই হোক আর নকল হোক সেটা বড় কথা নয়। যাদুর বই কিনবেন তাহলে শুনুন কোরআন এবং হাদিস কি বলে?

###আল্লাহ তাআলা এরশাদ করেছেন,


وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ خَلَاقٍ (ألبقرة: 102)


‘‘তারা অবশ্যই অবগত আছে, যে ব্যক্তি তা [যাদু] ক্রয় করে নিয়েছে, পরকালে তার কোন সুফল পাওনা নেই।’’ (বাকারা: ১০২)


#### যুনদুব রা. থেকে ‘মারফু’ হাদীসে বর্ণিত আছে,


حد الساحر ضربة بالسيف (رواه الترمذي)


‘‘যাদু করের শাস্তি হচ্ছে তলোয়ারের আঘাতে গর্দান উড়িয়ে দেয়া’’ [মৃত্যু দন্ড]। (তিরমিজি)

আশাকরি উপরোক্ত কোরআন,  হাদিসের বানী পড়ার পর এবিষয়ে আর আগ্রহ থাকবে না।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ