এমন কোন aps বা সাইট আছে,? যা দিয়ে ঔসুধের নাম দিলে বলে দিবে কি রোগের ঔসুধ আর কি কাজ করে,, ,?
Share with your friends
Jamiar

Call

হ্যা আছে সব থেকে ভালো এপ্স হলো,DIMS এখানে আপনি হামদার্দ ঔষধ ছাড়া সকল, ঔষধের কার্যকারী পাবেন। আর, সব থেকে ভালো ওয়েবসাইট হলো,www.tabletwise.com এই দুই টাই আমি ব্যাবহার করি।

Talk Doctor Online in Bissoy App
Call
Talk Doctor Online in Bissoy App
Call

হ্যা এমন গুরুত্বপূর্ণ অ্যাপ আছে। যেমনঃ ডাক্তার এইড, স্কয়ার ঔষধ নির্দেশিকা। ডাক্তার এইড অ্যাপ দিয়ে আপনি সকল রোগের নামসহ বিভিন্ন কোম্পানির ঔষধের নাম পাবেন। ছোট থেকে বড় প্রায় সব ধরনের রোগের নাম ও ঔষধের নাম ও ব্যবহার করার নিয়ম রয়েছে। এতে আপনি সহজেই বুঝতে পারবেন কোন রোগের জন্য কোন ঔষধ প্রয়োজন। এছাড়াও স্কয়ার ঔষধ নির্দেশিকা অ্যাপটিও ভাল। যেখানে আপনি স্কয়ারের সকল ঔষধের তালিকা পাবেন। ব্যাবহারের নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া সহ কোন রোগের জন্য ব্যবহার করবেন সেটাও পাবেন। অ্যাপগুলো গুগুল প্লেস্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি স্কয়ার এবং হামদর্দ নামের এই এপ্স ডাউনলোড করুন।

Talk Doctor Online in Bissoy App