#৩৩*০০০০# দিচ্ছি কল বেরিং অফ হচ্ছেনা। সেটিং এ গেলে কোড দেখায়। কিন্তু ০০০০ দিলে কোড ভুল আসে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ভাই এই কোড টি তো out going কল অফ করে,।। আর চেষ্টা করু হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি অন্য একটা ফোন থেকে ১২১এ কল করুন।তারপর আপনার সমস্যার কথা জানান।তাহলে কতৃ্পক্ষ আপনাকে সঠিক কোড টি বলে দিবে।......তবে এ নিয়মটা গ্রামীণফোন সিম ব্যবহারকরীদের জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সম্ভবত আপনি কল ব্যারিং পাসওয়ার্ড পরিবর্তন করেছেন বা বার বার ভুল পাসওয়ার্ড দিয়েছেন। বার বার ভুল পাসওয়ার্ড দিলেও সেটা ব্লক হয়ে যায়। আপনি কোন সিম ব্যবহার করেন সেটা উল্লেখ করেন নি। আপনি ১৫৮ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন(সকল সিমের ক্ষেত্রে প্রযোজ্য)। তবে সরাসরি কাস্টমার কেয়ারে কল দিয়ে সমস্যার কথা উল্লেখ করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ