দাত ও মাড়ির কোন সমস্যা হবে না পরবর্তীতে

ডেন্টিস্ট রা বলে এতে দাতের নাকি কোন প্রকার ক্ষতি হয় না।

বরং তিন মাস পর পর দাত স্কেলিং করানো উত্তম । 

কিন্তু আমি নিজে দাত স্কেলিং করানোর পর দেখতে পাচ্চি আমার দাত কিছুটা ক্ষয় হয়ে যাচ্চে।দাত পাতলা হয়ে যাচ্চে➡image


যেহেতু আমি নিজেই ভুক্তভোগী তাই   আমি বলব দাত স্কেলিং করালে অবশ্যই কিছুটা হলেও দাতের ক্ষতিসাধন হয়। দাত পাতলা হয়ে যায়।

তবে আপনার দাতে বেশি সমস্যা হলে আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডেন্টিস্টের কাছে গিয়েই স্কেলিং করাবেন। এটা এইজন্য বললাম অনেকে দেখা যায় ডাক্তার এর ফি বাচানোর জন্য নরমাল ডেন্টাল কেয়ারে   গিয়ে করে ফেলে।