আমার কম্পিউটারে কোনো পেনড্রাইভ বা যেকোনো ডিভাইস প্রবেশ করালে পেনড্রাইভের বা ডিভাইসের সকল ফাইল শর্টকাট হয়ে যাচ্ছে । এটা কি কোনো ভাইরাস ? যদি ভাইরাস হয় তবে তা দূর করার কোনো উপায় আছে কি ? যদি কোনো সফটওয়্যার থাকে তবে তার লিঙ্ক দিয়েন ।
শেয়ার করুন বন্ধুর সাথে

এ সমস্যা সাধারণত ভাইরাসের কারণেই হয়ে থাকে। তাই আপনি আপনার কম্পিউটারে একটি শক্তিশালী  এন্টিভাইরাস ইনস্টল করে পুরো কম্পিউটার  একবার স্কান করে নেন । আশাকরি এ সমস্যা থাকবেনা।আর এন্টিভাইরাস হিসেবে “ ই-সেট” এন্টিভাইরাসটা ভাল। আপনি বাজারে পাবেন। দাম আনুমানিক 2300 টাকা। তবে নতুন এবং আসলটা কিনতে হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mijanur123

Call

আপনি নতুন করে উইন্ডোজ দিন,,তাতেও যদি না হয় তাহলে smadav ইনস্টল করুন,,১০০% আপনার সমস্যা সমাধান হবে,,কারণ এই smadav আপনার pc তে যত surtcurt ভাইরাস আছে সব  ডিলিট হবে,,এবং এর কোনো surtcurt  virus আসতে দিবে না|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ