এইচ এস সি পাশের পর যারা পাবলিকে চান্স না পাবে তারা কোথায় কোথায় পড়তে (সাইন্স থেকে)পারবে ? যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ  
শেয়ার করুন বন্ধুর সাথে

ন্যাশনাল ইউনিভার্সিটি ও বেসরকারী engeneering কলেজে আপনি science থেকে ভর্তি হতে পারবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
shohat

Call

বর্তমান বিশ্ব একটি প্রতিযোগিতা মূলক জায়গা যেখানে চাকরি পাওয়া যেন কঠিনো থেকে কঠিন । আর জেনারেল লাইনে চাকরি তো ,,,, পড়া শেষ করে 3,,,4 বছর ঘোরার পরো চাকুরি মেলে না । বলাই বাহুল্য যে একটি প্রতিষ্ঠানে লোক নিবে 10 জন । আর আবেদন করে 2000 জন । চাকুরি কাকে দেয় । তারপরেও যার টাকা আছে তারি চাকুরি আগে হয়। তাই আমার মতে আপনি জেনারেল লাইনে না পরে ইন্জিনিয়ার লাইন এ যান । আমার মতে আপনাকে ভবিষং এ চাকুরির জন্য চিন্তা করতে হবে না । \ / তারপরেও বলা দরকার যে পরিবারের মতামত নিতান্তই খুবই জরুরি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথবা প্রাইবেট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ ন্যাশনাল ও প্রাইভেট   ইউনিভার্সিটি গুলোতে ভর্তি হতে পারবেন। আর বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে খুব ভালো ভালো সাবজেক্ট আছে যেগুলা নিয়ে অনার্স করলে চাকরির জন্য ভাবতে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ