আমার ফোনে চার্জ, নেটওয়ার্ক সব ঠিক আছে। সিমের ও কোনো সমস্যা নাই। আমি ওই মোবাইল দিয়ে অন্য কারো নাম্বারে কল দিলে যাচ্ছে, কথাও বলা যাচ্ছে। কিন্তু অন্য কেউ আমার ওই নাম্বারে কল করতে চাইলে দেখা যাচ্ছে কল আসছে না। এ সমস্যাটির কিভাবে সমধান করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Gwen

Call

আপনার ফোনে Call barring চালু আছে। আপনি #33*0000# ডায়াল করে দেখুন, আশা করি আপনার কাজ হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তার নম্বর হয়তো আপনি ব্লাকলিস্টে রেখেছেন অথবা Call Barring On আছে। Call Settings এ গিয়ে Call Barring Cancel করে দিন, তাহলে ঠিক হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফোনটি কে restore করে দিন।সব ঠিক হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ