যদি একাধিকবার শেভ করার পরেও আপনার দাড়ি না উঠে তাহলে আপনার দাড়ি নিমদাড়ির অন্তর্ভূক্ত। এটাকে অনেকে ছাগলদাড়িও বলে। কিন্তু এটাকে ছাগলদাড়ি বলা উচিত না। কারণ হযরত মুহাম্মদ (সাঃ) এই দাড়ির অধিকারী ছিলেন। এখন আসি আপনার কথায়। যদি আপনার দাড়ি নিমদাড়ি হয়ে থাকে তাহলে যতই শেভ করেন কিংবা বিয়ার্ড অয়েল ব্যবহার করেন আপনার চাপদাড়ি হবে না। তবুও আপনি আরো কিছুদিন চেষ্টা করেন। কারণ আমার এক বন্ধু যার বয়স আপনার মতোই ওর চার-পাঁচবার শেভ করার পর দাড়ি উঠেছে। যেখানে আমি মাত্র একবার শেভ করাতেই আমার দাড়ি পূর্ণরূপে উঠেছে। ইনশাআল্লাহ আপনার ইচ্ছাও পূরণ হবে। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ