আশা করি সবাই ভালো আছেন। আমি একটি পোস্ট দেখে আমার বাংলালিংক 3G সিমে *5000*456# ডায়াল করি।এতে মেসেজ আছে আপনার ইন্টারনেট সার্ভিসটি 3G থেকে 2G আপডেট হয়েছে।আর বলে আবার 3G সার্ভিসে যেতে ডায়াল করুন *5000*6*2# ডায়াল করলে ইন্টারনেট প্যকেজ দেখায়। আমি এখন কিভাবে আমার সিমটিতে আবার 3G সার্ভিস ফিরিয়ে আনব। বিঃদ্রঃ আমার সিমটি Banglalink 3G
Share with your friends
Call

4জি সিম ও 4জি ফোন ব্যবহার করা অবস্থায় *৫০০০*৪৫৬# ডায়াল করলে 5জিবি ফ্রি 4জি ডাটা পাবেন, তবে 3জি থেকে 2জি হওয়ায় কথা নয়। আপনি পুনরায় 3জি সার্ভিস পেতে ডায়াল করুন *৫০০০*৭*১*২# 

Talk Doctor Online in Bissoy App