Call

কোরবানি আর আকীকা দু'টোই ভিন্ন ফলে এক গরু দিয়ে এত কিছু করা যাবে না । আর একটি ছেলের জন্য আকীকার নিয়ম হল দুইটি খাসি অথবা একটি গরু ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একটি গরু দ্বারা সাতজনের নামে কুরবানী বা সাত জনের নামে আক্বিকা বা মিলিয়ে কুরবানী ও আক্বিকা করা যাবে। এক্ষেত্রে আপনার প্রশ্ন অনুযায়ী তা করা যাবে। বিস্তারিত দেখুন আক্বিকাকুরবানী


তবে আপনি কখনো এভাবে করতে পারবেন না যে- কুরবানীর গরুতে সাতটি অংশই আক্বিকার জন্য দিয়ে দিলেন। কেননা যার উপর কুরবানী ফরজ হয়েছিল তার পক্ষ থেকে অবশ্যই একটি অংশ কুরবানী হতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সহিহ হাদিসে ছাগল এবং দুম্বা দিয়ে আকিকা করার সুপষ্ট নির্দেশ পাওয়া যায়। মুসাদ্দাদ  (রহঃ) উন্মু  কুরয  কাবিয়া  (রহঃ)  থেকে বর্ণিত।  তিনি বলেনঃ  আমি  রাসূলূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  কে  এরূপ  বলতে  শুনেছি,  ছেলের  জন্য  দুইটি  একই  ধরণের  বকরী  এবং  মেয়ের  জন্য  একটি  বকরী  দিয়ে  আকীকা  দেওয়া  যথেষ্ট  হবে। [সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২৮২৫] আবূ  মামার আবদুল্লাহ্  ইবন আমর (রহঃ) ইবন আব্বাস  (রাঃ)  থেকে বর্ণিত।  রাসূলূল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  হাসান  (রাঃ)  ও হুসাইন  (রাঃ) এর  পক্ষ  হতে  একটি  করে  দুম্বা  তাদের আকীকায়  কুরবানী  করেন। [সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২৮৩২] তাই ছাগল তথা দুম্বা দিয়ে আকিকা করাই উত্তম। তবে একটি গরু দ্বারা তিনটি ছেলের নামে আকিকা ও তিন জন ব্যক্তির নামে কোরবানি করা-ও যাবে আলিমগন এমন মত-ও পোষণ করেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ