Share with your friends

১মে *121# ডায়াল করুন। তার পর কয়েকটি অপশন আসবে।সেখান থেকে My Offer  অপশন টি সিলেক্ট করুন।তার পর আপনার সব অফার আপনি পাবেন ।

Talk Doctor Online in Bissoy App

বান্ডেল অফারঃ

  • প্রথম ট্যাগিংয়ে ১ জিবিফ্রি ইন্টারনেট এবং ১ জিবি ফেসবুক ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)
  • ৫০ মিনিট (যেকোনো লোকাল অপারেটরে) ৩১টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) সাথে ১জিবি ফ্রি ফেসবুক ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)
  • গ্রাহক এই অফারটি ৩ মাসে ৬ বার ক্রয় করতে পারবেন।

বান্ডেল অফার অ্যাক্টিভিশনের প্রক্রিয়াসমূহঃ

  • ১ জিবি ফ্রি ইন্টারনেট এবং ১ জিবি ফ্রি ফেসবুক ইন্টারনেটের জন্য ডায়াল করুন 25050 নম্বরে ( কোনো চার্জ ছাড়াই)
  • ৩১ টাকায় ৫০ মিনিট (যেকোনো লোকাল অপারেটরে) এবং ১ জিবি ফ্রি ফেসবুক ইন্টারনেট কিনতে টাইপ করুন MY31 এবং পাঠিয়ে দিন 25050 নম্বরে।
  • কতবার অফার ক্রয় করা হয়েছে তা জানতে CHK MY31 টাইপ করে 25050 নম্বরে পাঠাতে হবে।

শর্তাবলীঃ

  • কি-ওয়ার্ডগুলো কেইস সেনসেটিভ নয়।
  • অফারটি নির্দিষ্ট মডেলের ডিভাইসের জন্য প্রযোজ্য।
  • নতুন-পুরনো সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকের জন্য এই অফারটি প্রযোজ্য।
  • Skitto গ্রাহকদের জন্য এই অফারটি প্রযোজ্য নয়।
  • ট্যাগিং অপশনটি ২ মাসের জন্য প্রযোজ্য, তবে কোনো গ্রাহক ৫৯তম দিনে ট্যাগড হলে তিনি পরবর্তী ৩ মাসে সর্বোচ্চ ৬ বার অফারটি নিতে পারবেন।
  • প্রতিমাসে গ্রাহক সর্বোচ্চ ২ বার এই বান্ডেল অফারটি কিনতে পারবেন।
  • গ্রাহক অপশনটি গ্রহণ করা মাত্র ভ্যালিড ট্যাগিং-এর একটি কনফার্মেশন এসএমএস পাবেন।
  • ভ্যালিড ট্যাগিংয়ের জন্য গ্রাহককে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
  • ট্যাগিং ব্যর্থ হলে, গ্রাহককে স্মার্টফোন বন্ধ করে পুনরায় চালু করতে হবে এবং আবার ট্যাগিং রিকোয়েস্ট পাঠাতে হবে, অথবা 121 নম্বরে কল করে গ্রামীণফোনের কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে হবে।
  • ভ্যালিড ট্যাগিং শেষে পরবর্তীতে পাঠানো নির্দেশনাবলি গ্রাহকদেরকে অনুসরণ করতে হবে।
  • বোনাস ব্যাল্যান্স চেকঃ প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা তাদের বোনাস এবং ক্রয়কৃত ইন্টারনেট ব্যাল্যান্স *121*1*2# নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন।
  • ফ্রি অফারটি চালু হতে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন।
  • ইন্টারনেট ভলিউম শেষ গ্রাহক ১.২২টাকা/MB (VAT+SD+SC) চার্জ হারে 5MB পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং একই রেটে 200MB পর্যন্ত ইন্টারনেটের জন্য *121*3352# নম্বরে ডায়াল করুন অথবা ইন্টারনেট প্যাক কিনতে
  • *121*3# নম্বরে ডায়াল করুন।
  • মেয়াদ থাকা অবস্থায় একই ডাটা প্যাক (Xটাকায় Xজিবি) পুনরায় ক্রয় করলে নতুন ডাটা ব্যালেন্সের সাথে আগের ডাটা যুক্ত হবে।
  • ইন্টারনেট অফারটি বন্ধ করতে *121*3041# নম্বরে ডায়াল করতে হবে।.
  • ভ্যালিড ট্যাগিংয়ের জন্য সকল নতুন এবং অব্যবহৃত সিম কার্ডের ক্ষেত্রে, প্রথমে নম্বরটি চালু করে নতুন ক্রয় করা হ্যান্ডসেটে সিম প্রবেশ করাতে হবে।
  • একই গ্রাহক একাধিকবার ট্যাগিং করলে প্রথম ভ্যালিড ট্যাগিং বিবেচনায় এনে ক্যাম্পেইনের সুবিধাসমূহ প্রযোজ্য করা হবে এবং ভ্যালিড ট্যাগিং-এর পর বান্ডেল বহাল থাকবে।
  • অটো রিনিউয়াল ফিচার থাকছে না, তাই কোনো গ্রাহক যদি ৩০ দিনের মধ্যে অফারটি রিনিউ না করেন তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে।
  • উপরে উল্লেখিত প্ল্যানটি সীমিত সময়ের প্রোমোশনাল অফার এবং পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত প্রযোজ্য থাকবে।.
  • শুধুমাত্র বৈধ এবং গ্রহণযোগ্য IMEI-এর জন্য এই বান্ডেল অফারটি প্রযোজ্য হবে।
  • এই স্মার্টফোনগুলোতে 4G সেবা ব্যবহার করার জন্য গ্রাহকদের 4G নেটওয়ার্ক কাভারেজের মধ্যে থাকতে হবে এবং অবশ্যই 4G সমর্থিত সিম থাকতে হবে
  • গ্রাহকের সিমটি 4G সমর্থিত কিনা জানতে ডায়াল করুন : *121*3232#
  • হ্যান্ডসেটটির (NOKIA 1) বিক্রয়োত্তর সেবা পেতে গ্রাহককে উক্ত হ্যান্ডসেটের সার্ভিস সেন্টারে যেতে হবে।
  • ক্যাম্পেই শেষে ট্যাগিং সংক্রান্ত কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
Talk Doctor Online in Bissoy App