শেয়ার করুন বন্ধুর সাথে

প্রথমে উদ্ভিদের কথা বলি,আমরা দেখব যে,গাছপালা আমাদের ফল দিয়ে, ছায়া দিয়ে বিভিন্ন ভাবে উপকার করে। পরের কল্যাণ করেই বৃক্ষের জীবন ধন্য।মানুষের জীবনকে সার্থক ও সুন্দর করতে আমাদেরও উচিৎ বৃক্ষের পরোপকারিতার আদর্শকে অন্তরে লালন করা। দ্বিতীয়ত প্রাণীর কথা বলি,আমরা দেখব বিভিন্ন প্রাণী দলবদ্ধভাবে থাকে। সবাই মিলে শিকার খায় যা আমাদের স্বার্থপরতা পরিত্যাগের শিক্ষ দেয়।আবার,তারা ঐক্যবদ্ধভাবে শত্রুর মোকাবেলা করা যা থেকে মানুষ ঐক্যবদ্ধতার শিক্ষা পেতে পারে ।আপরদিকে দেশপ্রেমের পরোক্ষ শিক্ষাও দিয়ে থাকে। প্রকৃতি→ প্রকৃতি তো প্রাণী ও উদ্ভিদ নিয়েই মূলত গঠিত। আমি একটি উদাহরণ দিব ।তা হলো আকাশ ।আকাশের দিকে তাকালে আমরা দেখব এর বিস্তৃতি বিশাল যা আমাকের জীবনে উদার হবার শিক্ষা দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ