টোটাল ওয়াট ÷ ভোল্টেজ × ১.৫ = সার্কিটব্রেকার। উদাহরণ: ১০০ ওয়াট ইনকেন্টিসেন্ট ল্যাম্প ৫ টি, ফ্যান ৩ টি, ১ ঘোড়া মটর ১ টি। ২৩০ ভোল্টেজে এই লোডগোলো চললে কত অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার লাগবে? ইনকেন্টিসেন্ট ল্যাম্প ১০০×৫ =  ৫০০ ওয়াট ফ্যান ৩×৮০ = ২৪০ ওয়াট  ১ ঘোড়া মটর ১×৭৪৬ = ৭৪৬ ওয়াট। মোট ১৪৮৬ ওয়াট। ১৪৮৬÷২৩০×১.৫ = ৯.৬৯ অ্যাম্পিয়ার। ১০ অ্যাম্পিয়ার নিতে হবে কারন ৯.৬৯ অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার পাবেন না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ