NayemMonir

Call

কোন বৈদ্যুতিকভাবে আহিত কণা যেখানে অবস্থান করে সেখানে তার চারিদিকে যতদূর পর্যন্ত তার বলের প্রভাব (আকর্ষণ/বিকর্ষণজনিত) বিস্তৃত থাকে, সেই অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র।


তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্নক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ প্রাবল্য/তীব্রতা বলে। আর তড়িৎ বলকে তার আধান দিয়ে ভাগ করে তড়িৎ তীব্রতা পেতে পারি।

সুতরাং তড়িৎক্ষেত্র হলো স্থান আর তড়িৎতীব্রতা হলো এক প্রকার বল। এজন্যই তড়িৎক্ষেত্র ও তড়িৎতীব্রতা এক নয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তড়িৎক্ষেত্র হচ্ছে তড়িৎ উৎসের চারপাশের যতটুকু অঞ্চল জুড়ে তড়িৎ বল ক্রিয়া করে, সেই অঞ্চল। আর, তড়িৎ তীব্রতা হচ্ছে তড়িৎক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তার পরিমাণ। এ কারণেই তড়িৎক্ষেত্র ও তড়িৎ তীব্রতা এক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

৯ম ও ১০ম এর পদার্থ বিজ্ঞান ফলো করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ