এর জন্যে আমি এন্টিবায়োটিক ও খেয়েছি।একবার মেডিকেল গিয়েছিলাম ডাঃ বলেছেন ইঞ্জেকসান নিলে কমবে।তারপর কিছু কমেছে আর কিছু রয়ে গেছে।আবার এখন আগের মতই।এগুলো সামান্য চুলকাই দিন দিন বড় হয়,মাঝে মাঝে টিপ দিলে সামান্য ব্যাথা লাগে।দেখতে মনে হয় সাদা কিছু আছে ভিতরে কিন্তু টিপ দিলে কিছুই বাহির হয় না।এর সমাধান কি? বললে খুবই উপকৃত হব।
শেয়ার করুন বন্ধুর সাথে

একজন এম বি বি এস ডাক্তারের কাছে যান। যেহেতু এক ডাক্তার এর সমাধান দিতে পারে নি । তাই এর চেয়ে ভার ডাক্তার দেখান

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shawn

Call

এটা শরীরের ব্রণ।হোমিও ঔষুধ খেলে রোগটা ভেতর থেকে সেরে যাবে।এলোপ্যাথিক ঔষুধে সাময়িক কমে যাবে তবে আবার হবে।তাই ভালো হোমিও ডাক্তার দেখান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ