আমার সমস্যা হচ্ছে আমি ল্যাপটপ অন করলে একটা ডিসপ্লে আসে নিচে লেখা থাকে f2 ছাপার জন্য যদি আমি সেটআপ দিতে চাই . তারপরে লেখা থাকে tab button  ছাপার জন্য.. ওইটা কেন চাপতে বলে সেটাও বুঝি না । এখন আমি এগুলা চাপলেও ল্যাপটপ অন হচ্ছে না। আমি চাচ্ছিলাম ল্যাপটপ সেটআপ দিতে। এখন এফ2 ছাপলেও কাজ হচ্ছে না। কিভাবে সেটাপ দিব এখন আমি। আর এ সমস্যা থেকে কিভাবে বের হবো?
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আপনি আপনার ল্যাপটপে পুনরায় নতুন করে এক্সপি দিন তাহলে সব ঠিক হয়ে যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি উইন্ডোজ ডিস্ক দিয়ে স্পেস+f10 অথবা f12 চেপে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করে দেখতে পারেন, আর না হলে পাশের কোনো সার্ভিসিং সেন্টার থেকে আপনার সমস্যার সমাধান করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ