Call

চার্জে লাগিয়ে আপনি অনায়াসে ল্যাপটপে কাজ করতে পারবেন। এতে ল্যাপটপের কোনো প্রকার ক্ষতি হবে না। 

অনেকেরই এটা ভুল ধারণা যে ল্যাপটপ চার্জে লাগিয়ে কাজ করলে সমস্যা হবে। আসলে তা নয়, বরং এতে ব্রাইটনেস বেশি পাবেন। স্পিডের ক্ষেত্রেও মাঝে মাঝে চার্জিং অবস্থার ল্যাপটপ বেশি কাজ করে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সারাক্ষন চার্জে লাগিয়ে কাজ করলে ল্যাপটপে সংযুক্ত ব্যাটারির সমস্যা হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এই বিষয়ে আমি নিযেই পরীক্ষিত প্রথম একটা HP ল্যাপটপ কিনি তাতে সারাক্ষুন চার্জারে লাগিয়ে ব্যাবহার করি এতে আমার ল্যাপটপের ব্যাটাারি ৩ বছর পর একদম নষ্ট হয়ে যায়।এবার Dell একটা কিনেছি এটা চার্জ ফুল হয়ে জাবার সাথে সাথে খুলে রাখি এতে এখনো ব্যাটারি নষ্ট হয়নি,প্রায় ৪ বছর চলতিছে।। তাই আমার মতে সারাক্ষন চার্জে লাগিয়ে ব্যাবহার না করাটাই ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rana98

Call

না এতে কোন সমস্যা হয় না।  আমি নিজে এভাবে ব্যবহার করি। ব্যাটারী সাধারণত ৪বছর গেলে,  ডেক্সটপের মতো ব্যবহার করলো  সাড়ে ৩ বছর যাবে এইটুকুই।       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ