আমার কম্পিউটার হঠাত করে বন্ধ হয়ে যায়।প্রসেসর ওয়াস করেছি গরমও হয় না।কোলিং ফ্যান ঠিক আছে।চিক চিক শব্দ হয়ে বন্ধ হয়ে যায়।কি করবো বা কোথায় সমস্যা হতে পারে।
শেয়ার করুন বন্ধুর সাথে
আrand1

Call

রেম  খুলে ভালোভাবে আবার লাগান তাহলেই চলবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কম্পিউটার পুনরায় সেটআপ করে দেখুন তো।কাজ হতে পারে।এটা কম্পিইটারের বাইরাসের আক্রমণ।তাই এন্টিভাইরাস ব্যবহার করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি UPS ব্যবহার করুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই সমস্যাটি বিভিন্ন কারনে হতে পারে। ইহা সাধারণত সিপিউ এর গঠনগত কারনে হয়। আমি পরামর্শ দেবো সিপিউ এর ভেতরে সবগুলি পার্ট খুলে আবার লাগান (যতটুকু পারেন, এই যেমন র‍্যাম,হার্ডডিস্ক,গ্রাফিক্স কার্ড) আর সব কিছু পরিষ্কার করুন। বিশেষ করে সিপিউ এর খাচ গুলি যেখান থেকে বাতাস বের হয়। এবং দেখুন আপনার কম্পিউটারের কোনও তার ছিঁড়ে/কেটে গিয়েছে কিনা। যখন তারে সমস্যা হয় তখন অসহজনীয় কানেকশনের কারনেও চিক চিক শব্দ করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ