মোবাইল connectivity:WiFi, GPS, A-GPS, bluetooth, USB এগুলো দ্বারা কি বুঝায় একটু জানাবেন প্লিজ
Share with your friends
Call

wifi..gps..A-gps.. bluetooth..usb এসব মোবাইলের এক একটা ফাংশন এর নাম।wifi এর মাধ্যমে আপনি অন্য কোনে ডিবাইস এর সাথে কানেক্ট হতে পারবেন।wifi অন করে আপনি নেট চালাতে পারবেন অনেক গতিতে কিন্তু তার আগে কোনো সার্বার এর সাথে কানেক্ট হতে হবে।gps এর মাধ্যমে আপনার লোকেশন জানাতে বা জানতে পারবেন খুব সহজেই আর bluetooth এর মাধ্যমেও আপনি নেট কানেকশন ছাড়াই অন্যকারো ডিবাইসের সাথে খুব সহজেই কানেক্ট হয়ে কিছু দিতে বা নিতে পারবেন।আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি।

Talk Doctor Online in Bissoy App