সাধারণত বাটন ফোনে পানি ঢুকলে তেমন কোন সমস্যা হয় না (যদি প্রথমবার হয়) । খুলে একটু রোদে শুকাতে দিলেই ঠিক হয়ে যায়। তারপরেও কোন সমস্যা ফিল করলে নিকটবর্তী কোন সার্বিস সেন্টারে নিয়ে যাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বাটন মোবাইল ফোনের বাটনে পানি প্রবেশ করলে প্রধান যে সমস্যাটি হবে তা হচ্ছে, আপনি লিখতে গেলেই অথবা কোন বাটন/ কি তে চাপ দিলেই এক সাথে কয়েকটা বাটনে কাজ করবে । এর ফলশ্রুতিতে আপনি ঠিক মতো কোনো নাম্বার উঠাতে পারবেন না কিংবা অন্য কোনো অপশনে গিয়েও কাজ করতে পারবেন না ।

আর পানি যদি বাটন এর ভিতর থেকে ফোনের আইসি অবধি প্রবেশ করে তবে তো পরিণতি আরো খারাপ হতে পারে ।

তাই পানি প্রবশের সাথে সাথেই উচিত ফোনটি থেকে ব্যাটারি খুলে ফোনটি চালের ভিতরের 24 ঘন্টার মতো রেখে দেয়া ।

চাল পানি শুষে নিলে ফোন এমনিতেই ঠিক হয়ে যায় । 

এছাড়াও রোদে দিতে পারেন ফোন । 


এর পরেও কাজ না হলে মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে এই সমস্যার সমাধান করতে পারবেন ।

একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, যে ধরনের মোবাইলেই পানি প্রবেশ করুক না কেন, সাথে সাথে ব্যাটারি খুলে রাখবেন এবং পানি সম্পূর্ণ বের হওয়া পর্যন্ত ব্যাটারি উঠাবনে না , এটা উচিত না ।।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ