পরিক্ষায় আসার মতো, মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০ থেকে ১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
  1. বাংলাদেশের প্রথম অধিকার আদায়ের আন্দোলন কোনটি? উঃ ভাষা আন্দোলন। 
  2. আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান। 
  3. আগরতলা মামলার আসামী কতজন ছিলেন? উঃ ৩৫ জন।
  4. গণ অভ্ভুত্থান কাকে কেন্দ্র করে গড়ে উঠে? উঃ আগরতলা মামলা। 
  5. ৭০'এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে ছিলেন? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
  6. বঙ্গবন্ধুকে 'বঙ্গবন্ধু' উপাধি কে দেন? উঃ তোফায়েল আহমেদ।
  7. বঙ্গবন্ধুকে 'বঙ্গবন্ধু' উপাধি কোথায় দেয়া হয়? উঃ রেসকোর্স ময়দানে।
  8. বাঙালি জাতির মুক্তির সনদ কী? উঃ ছয় দফা আন্দোলন।
  9. পূর্ববাংলা 'বাংলাদেশ' নাম পায় কত সালে? উঃ ১৯৬৯ সালে। 
  10. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? উঃ ইয়াহিয়া খান। 
  11. রাজাকার বাহিনী কে গঠন করেন? উঃ মওলানা এ কে এম ইউসুফ।
  12. মুক্তিযুদ্ধের স্লোগান কী? উঃ জয় বাংলা।
  13. মার্ক টলী কীসের সাংবাদিক? উঃ বিবিসি।
  14. হানাদার বাহিনীদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় রাখা হয়েছিল? উঃ ঢাকা সেনানিবাসে।
  15.  অপারেশন জ্যাকপট কতটি জাহাজ ধ্বংস করে? উঃ ৬০টি।
  16. জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? উঃ ২ মার্চ, ১৯৭১।
  17. জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব।
  18. জাতীয় পতাকা প্রথম কীথায় উত্তোলিত হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। 
  19. বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন কতজন? উঃ ৭ জন।
  20. বীরশ্রেষ্ঠ উপাধি প্রাপ্ত সকলে কীসের সদস্য? উঃ সশস্ত্র বাহিনীর। 
  21. বীর উত্তম উপাধি লাভ করেন কতজন? উঃ৬৮ জন।
  22. বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন? উঃ ১৭৫ জন। 
  23. বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? উঃ ৪২৬ জন। 
  24. মোট বীরত্বসূচক উপাধি লাভ করেন কতজন? উঃ ৬৭৬ জন। 
  25. নারী হিসেবে বীরত্বসূচক উপাধি লাভ করেন কতজন? উঃ ২ জন।। 
  26. কতজন হানাদার সেনা আত্মসমর্পন করে? উঃ ৯৩ হাজার জন। 
  27. কোন বীরশ্রেষ্ঠের কবর নেই? উঃ রুহুল আমিন। 
  28. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১. 
  29. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা করে? উঃ ইপিআর। 
  30. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? উঃ গাজীপুরে। 
  31. বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে ঘোষিত হন কবে? উঃ ১৯ মার্চ, ১৯৭১।
  32. বাংলাদেশের প্রথম নির্বাচন হয় কবে? উঃ ৭ই মার্চ, ১৯৭৩।
  33. সাইমন ড্রিং কোন দেশী সাংবাদিক? উঃ ব্রিটিশ সাংবাদিক। 
  34. বীরত্বসূচক উপাধি প্রাপ্ত বিদেশী নাগরিক কোন দেশী? উঃ ডাচ।
  35. বীরত্বসূচক উপাধি প্রাপ্ত সর্বকনিষ্ট যোদ্ধার বয়স কত? উঃ ১২ বছর। 
  36. মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনীত নাম কী ছিল? উঃ এম.এফ।
  37. বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কবে? উঃ ১০ জানুয়ারি, ১৯৭২৷ 
  38. বাংলাদেশকে 'তলাহীন ঝুড়ি' বলেছিলেন কে? উঃ মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। ।
  39. মুক্তিযুদ্ধের প্রধান কৌশল কী? উঃ গেরিলা আক্রমণ।
যে কয়টা পারলাম দিয়েছি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বাকি অধিকাংশ আমাদের সবার জানা। আরো চাইলে গুগলে 'মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন' লিখে সার্চ করুন, অসংখ্য প্রশ্ন পাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ
৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে?
উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উত্তরঃ সেগুনবাগিচা
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর
২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভু‌র্ক্ত ছিল?
উত্তরঃ ১০নং সেক্টরে
২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?
উত্তরঃ মুক্তিফৌজ
২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন
২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী

৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম – উত্তরঃ যশোর

৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
উত্তরঃ অপারেশন সার্চ লাইট

৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক?
উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন?
উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ

৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি

৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’?
উত্তরঃ আইভরি কোস্ট

৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস


৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
উত্তরঃ ৩রা মার্চ
৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ