• আমি কোন সময় চুক্ষ ডাক্তারের কাছে যায়নাই।
  • কিছু দিন আগে গিয়েছিলাম চোখের একটু সমস্যার কারণে, সমস্যা হল ঃ চোখের মধ্যে সব সময় কি যেন বাজে ওই রকম লাগে, এই সমস্যা টা অনেক দিন ধরে।ডাক্তার ২ ড্রপ দিয়ে দিয়ে এখন সেগুলো ব্যবহার করতেছি।
  • আরেকটা হচ্ছেঃ যদি আমি বেশি দূরে তাকায় তখন এখটু একটু ঝাপশা ঝাপশা দেখাচ্ছে ওই রকম মনে হয়। সেটাও ডাক্তার কে বললাম।
  • উনি একটা চসমা দিল বলতেছে এখন কেমন লাগে দেখেন, দেখলাম এখটু ক্লিয়ার মনে হচ্ছিল। তখন ডাক্তার একটা চসমা লিখে দিছে (ডিসটেন্সঃ ০.২৫)। বলছিলাম ইটা ইউজ না করলে কি কোন সমস্যা হহবে, ডঃ বলল তেমন সমস্যা হবেনা, তবে না দিলে মাথা ব্যাথা করবে।এখন চসমাটা বানালাম বানানুর পরে দেখতেছি আগের মত চেইম দেখাচ্ছে। চশমা দিয়ে দুরে থাকালে যে রকম দেখায় চসমা ছাড়া ও সেইম দেখাই। আমার একটা Friend বলছিল চশমা ইউজ করলে সমস্যা হয়। তার চাইতে ইউজ না করাই ভাল। এখন আমি কনফিউশনে পরে গেছি। ইউজ করব কি করব না ইটা। দয়া সঠিক উত্তরটা দিবেন। ধন্যবাদ।

শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার যদি চোখের কোন সমস্যা থেকে থাকে এবং আপনাকে যদি চোখের ডঃ কোন চশমা দিয়ে থাকে তাহলে তা ব্যবহার করুন। কারণ অপনি ওই চশমা ছাড়া কোন লেখা পড়তে সমস্যা হবে এবং আপনি যদি এটি ব্যবহার না করে বাহিরে বের হন তখন আপনার কিছুটা ঘোলাটে দেকতে পারেন। আপনি যদি এটি অবহেলা করেন তাহলে আপনার চোখের কর্নিয়াতে ক্ষতি হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ