আমার একটি চাচাতো বোনকে পড়াই আমি।যার বয়স ৯-১০বছর।আমি প্রায় সময় তাকে  আদর করি।এতে শরয়ী কোনো সমস্যা হবে কিনা??
শেয়ার করুন বন্ধুর সাথে

দেখুন, মেয়েরা সাধারণত ৯-১০ বছরে প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। আর আপনার চাচাতু বোন আপনার মাহরাম নয়। সুতরাং তার সাথে পর্দা বিধান রক্ষা করা আবশ্যক। অতএব আপনার নয়/দশ বছর বয়সী চাচাতু বোনকে আদর করা আপনার জন্য ইসলামী শরীয়া মতে বৈধ নয়। আর যদিও সে প্রাপ্ত বয়স্ক না হয়ে তবে সে মুরাহেক তথা প্রাপ্ত বয়সের নিকটবর্তী। এ ধরনের মেয়েদের সাথেও পর্দা বিধান রক্ষা করে চলতে হয়। সারকথা আপনার চাচাতু বোনকে আদর করা শরীয়তের দৃষ্টিত বৈধ নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ