এই রোগটি খুব মারাত্মক রোগ। আপনি যত দ্রুত পারবেন এ রোগের চিকিৎসা করান তা না হলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে। এই রোগের চিকিৎসার জন্য আপনি আপনার স্থানীয় যৌন চিকিৎসকের কাছে যেতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোন ওষুধ না খেয়ে প্রাথমিকভাবে এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন...একমাস একটানা খেয়ে দেখুন ফলাফল পাবেন ইনশাআল্লাহ... দৈনিক খাওয়ার পরিমানঃ রসুন ২ কোয়া আদা বাটা আধা চা চামচ মধু আধা চা চামচ(দিনে ২ বার) কলা ২টা(চিনি কলা) কাঁচা পেয়াজ ২-৩টা কালোজিরার তেল আধা চা চামচ(দিনে ২বার) দুধ ২০০-২৫০ মিলি ঘি আধা চা চামচ ইত্যাদি... উপরিউক্ত খাবারগুলো আপনার সাধ্যমতো দৈনিক খেতে থাকুন... 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ