বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন স্কুলের নাম কি?
শেয়ার করুন বন্ধুর সাথে

গ্রামীনফোনের উদ‍্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম অনলাইন স্কুলের নাম 'জাগো' অনলাইন স্কুল। ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম লিমিটেডের সহায়তায় গ্রামীণফোন এ অনলাইন স্কুলটির মাধ্যমে শহরতলী ও গ্রাম অঞ্চলে উচ্চমানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ স্কুলটির অনলাইন ক্লাস রুমে রেডিও ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী অবস্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হয়ে থাকে। ২০১১ সালের ১৭ সেপ্টেম্বর গাজীপুরের বড়বাড়ীতে এই স্কুলটি জাগো ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠা করা হয়। এখানে সুবিধাবঞ্চিত শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে শিক্ষা দেয়া হয়। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদানের জন্য ইংল্যান্ডের প্রিন্স চার্লসের দেওয়া মোজাইক সম্মাননা, ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম সম্মাননা পায় জাগো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ