Call

সমস্যা মনে করলে সমস্যা হবে মনে না করলে হবে না। সমবয়সী দের বিয়ে কেউ মানতে চাই না। তবে তাঁরা যদি চাকুরী জীবী হয় তাহলে কোন সমস্যা হয় না। কিন্ত যদি কোন চাকুরী ভা কাজ না করে তাহলে কেউ ই মানতে চাই না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে সাধারণতো কোনো সমস্য হবেনা| ছোটোখাটো সমস্যা হতে পারে যেমন পরিবার মানবেনা অন্যরকম চিন্তাভাবনা আসবে| আর ভবিষতে বর একটা সমস্যা হবে| আপনারা সন্তানের মুখ দেখতে নাও পারেন| কারণ এক বয়সি দম্পতিদের বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব কম|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোনো সমষ্যা নেই ! আপনাদের মধ্য আরো বেশি সম্পর্ক গরে উঠবে... আর আমার ব্যক্তিগত একটা কথা আপনারা কখনো নিজেদের মধ্যে বিশ্বাস হারাবেন না...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিয়ের পর সমস্যা হয় মানসিকতার কারণে,বয়সের কারণে নয়।কিন্তু বয়সটা মানসিকতাকে কিছুটা প্রভাবিত করে।যেমন সমবয়সিদের ছাড় দেয়ার মানসিকতা কম থাকে।ফলে তারা প্রায় তুই তোকারি করতে পারে।যা পারিবারিক অশান্তির কারণ হতে পারে।তবে সমবয়সিদের বিয়ে হওয়াটাই একটু কঠিন হয়।কারণ সমাজে মেয়েদেরকে ছেলেদের তুলনায় তাড়াতাড়ি বিবাহ দেবার প্রবণতা বেশি দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AnSumonKhan

Call

আমার দেখায় , সমবয়সী/উভয় শিক্ষিত কাপলদের মাঝে ঝগড়া - রাগারাগী বেশিই হয় । কোনো বিষয়ে ঝামেলা হলে দুজনেই নিজেদের মত করে কথা বলতে থাকে , কেউ ই চুপ করে থাকে না , যার যার কথাকে বড় করে এগিয়ে থাকতে চায় এবং দুজনে শিক্ষিত হলে ডিভোর্স এর কথাটা খুব দ্রুতই বেরিয়ে এসে । তবে সবার ক্ষেত্রে এমনটা হবে তা নয় , নিজেদের মধ্যে সমঝোতা থাকলে , একে অপরকে বুঝতে পারলে কোনো সমস্যা হওয়ার কথা নয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ