আমার নাকে, গালে, কপালে কিছু দিন পর পর বিষ ফোঁড়া উঠে পেকে যায় দেখতে খুব বাজে লাগে কিছু দিন এলাকার ফার্মেসী থেকে antibiotic  খেয়েছিলাম ভালো ও হয়েছিলো,তবে কিছু দিন পর আবার আগের মতো বিষ ফোঁড়া উঠা শুরু হলো,,কথা হলো এই বিষ ফোঁড়া কোন কারণে উঠে,,,,,আর এখন আমার কি করা উচিত
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি রেডিস্টার্ড ডাক্তারের ট্রিটমেন্ট গ্রহণ করেন|রোগের ধরণ বিস্তারিত খুলে বলবেন|আশা করি সুচিকিৎসা লাভ করবেন| আর বেশি করে কাঁচা ফলমূল খাবেন|প্রতিনিয়ত গাজর খাওয়ার চেষ্টা করবেন|এতে শরীরের রক্ত পরিষ্কার থাকবে| মাঝে মাঝে কাঁচা হলুদ ও গুড় চিবিয়ে খেতে পারেন|এটা রক্ত পরিষ্কারে ভীষণ উপকারী| যেকোন খাবার গ্রহণের আগে ভালোভাবে হাত, পাত্র, খাদ্য উপকরণ ধুয়ে নিতে হবে|ফলমূল খাবার আগে অবশ্যই ধুয়ে নিবেন|স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার খাদ্য গ্রহণ করবেন|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটি হয়ে থাকে দেহের ভেতরের ক্ষতিকর বর্জ্য পদার্থ থেকে।এই বর্জ্য পদার্থ ফোড়ার মাথ্যমে বাইরে অপসারিত হয়।এটি প্রতিরোধ করতে আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন।এছাড়া বেশি বেশি পান করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ