আমি ডিপ্লোমা করে বিএসসি করব|কিন্তু আগে টাকার হিসেব টা জরুরী|মধ্যবিত্ত বলে কথা| প্রথম প্রশ্ন: বিএসসি করতে কতো বছর লাগে এবং কোন বিশ্ববিদ্যালয়ে কতো খরচ পড়বে? দ্বিতীয় প্রশ্ন: টেক্সটাইল এ ডিপ্লোমা করে সিএসই নিয়ে বিএসসি করা যাবে কি না? তৃতীয় প্রশ্ন: টেক্সটাইলে ডিপ্লোমা করে যে চাকরী পাব, সেই স্যালারী দিয়ে সিএসই তে বিএসসি করার ক্ষমতা থাকবে কি না? সকলের কাছে সঠিক উত্তর আশা করছি|
শেয়ার করুন বন্ধুর সাথে