Call

হ্যা অবশ্যই সম্ভব।  তবে কিছু কিছু কাজ করলে আরো সহজ হয়ে যাবে যেমন-

  • পরামাদো ট্যকাকনিক ব্যাবহার
  • রুটিন তৈরি
  • ইন্টারনেটে হেল্প
পরোডোম ট্যাকনিকঃ
পড়ায় মন বসাতে  এই ট্যাকনিক খুব সুন্দর ভাবে ভুমিকা রাখে।এটাতে কিছু পদ্ধতি আছে। আপনি ইউটিউব এ পরামাদো লিখে সার্চ দিন পেয়ে যাবেন।

রুটিন
রুটিন তৈরি করে আপনি খুব সহজে সকল বিষয়ে ভালো রেজাল্ট আনতে পারবেন।

ইন্টারনেট থেকে হেল্পঃ
পড়ায় সমস্যা হলে ইন্টারনেট থেকে সমাধান পেয়ে যাবেন।  আর না পেলে বিস্ময়ে প্রশ্নটি করুন।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যা ভাই,সম্ভব।কিন্তু নিজে পড়ার পাশাপাশি নিয়মিত ক্লাস ও করতে হবে।না হলে অনেক টাফ হবে A+পাওয়া।

Talk Doctor Online in Bissoy App

অবশ্যই সম্ভব। কারন পড়ালেখা হচ্ছে নিজের ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি যতই কোচিং করুন বা ভালো স্যারের কাছে প্রাইভেট পড়ুন না কেন নিজের পড়া নিজে যদি না পড়েন তাহলে কোনো কোচিং বা কোনো প্রইভেট পড়াই কাজে আসবে না। তবে এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে A+ পাওয়া সহজ কাজ নয়। কারন এইচএসসি পর্যায়ে যে সময় পাওয়া যায় সে তুলনায় সিলেবাস অনেক বেশি। অনেক ছাত্র /ছাত্রী আছে এসএসসিতে A+ পায় অথচ এইচএসসিতে A- পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যায়। তাই আপনি যদি A+ পেতে চান তাহলে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। এছাড়া প্রত্যেকটি বিষয়ের প্রত্যকটি অধ্যায়ের প্রত্যেকটি পৃষ্টা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আপনি যদি এভাবে নিয়মিত পড়তে পারেন তাহলে আপনিও এইচএসসিতে A+ পেতে পারেন।

Talk Doctor Online in Bissoy App