চমক হাসান টিউ‌টো‌রিয়ালগুলো‌তে সুন্দরভা‌বে লে‌খেন কিভা‌বে? দে‌খে তো ম‌নে হয় পেই‌ন্ট সফটওয়ার ব্যবহার ক‌রে থা‌কেন। কিন্তু হাজার চেষ্টা ক‌রেও পেইন্ট এ ওই রকম লেখা সম্ভব নয়। উ‌নি কি অালাদা কোন ডিভাইস ব্যবহার ক‌রেন?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

খুব ই সাধারন আবার একটু ব্যায়বহুল হবে - যা লাগবে ও যা করবেন  :-


১.আপনাকে কম্পিউটারেরর Paint Software Pro ভার্সন অথবা Hand Writing for PC যেকোনো একটি সফ্টওয়ার ডাউনলোড দিয়ে মাউচ দিয়ে স্মুথ্লি আপনি অংকন বা লেখালেখি করতে পারবেন  !


২.সফ্টওয়ারের মাধ্যমে যদি সম্ভব না হয় তাহলে বাজার থেকে একটা ভালো মানে টাচপ্যাড (Touch Pad - Android Device) কিনে নিন তবে বড় সাইজের - যেমন ৮-১০" সাইজের  ! 


৩.এবার একই ধরনের সফ্টওয়ার PlayStor থেকে নিয়ে ইন্সটল করুন - কম্পিউটারেরর সাথে Data Cable এর মাধ্যমে Windows Multiply করে নিন - 


এবার আপনি টাচপ্যাড এ যা লিখবেন/আকাবেন সেটা কম্পিউটারেরর পেজে স্মুথ্লি প্রসেস করে দেবে  !


আসা করি বুঝতে পেরেছেন - ধন্যবাদ   #

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Smart Board এ লিখলে Board Auto Correct করে নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ