আমার বাড়ি থেকে এক কেলো মিটার দুরে গ্রামিনের টাওয়ার,ঘরের বাহিরে নেটওয়ার্ক আছে ঠিকই কিন্তু ঘরে ঢুকলে নেটওয়ার্ক থাকে না, এমন কোন সহজ পদ্ধতি আছে কি ঘরে নেটওয়ার্ক থাকবে,একটু বলবেন প্লিজ, জানালে খুব উপকৃত হতাম
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এমন কোনো উপায় নেই বলে আমি মনে করি না


তবে যা করতে পারেন তা হলো - 

১.দরজা -জানালা খোলা রাখুন

২.রুমের মধ্যে এমন জায়গায় নেট ব্যাবহার করুন যেখানে আপনি অন্তত 3G পাবেন

৩.মোবাইলের Network Mood 2G/23G Auto করে রাখুন

৪.যেকোনো MB Pack কেনার সময় 3G Pack কিনুন ইত্যাদি 


আসা করি কাজ হবে (বিদ্রঃ নিজের Experience থেকে বললাম)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আপনার ফোনটিকে মোবাইল সার্ভিসিং সেন্টারে নিতে পারেন।কারন আপনার মোবাইলে নেটওয়ার্ক কানেকশন ঢিলা করে লাগানো আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ