কারণ এইযে , আমি লক্ষ্য করেছি যে একজন সদস্য কোনো বিষয়ে প্রশ্ন করলে অথবা উত্তর প্রদান করলে অ্র্যাপ্রুভ বা অনুমোদন জন্য কোনো কোনো সময় তাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। এতে করে প্রশ্নকারী দ্রততার সহিত কোনো উত্তর পেতে বিভ্রাট ঘটে।যার ফলে অনেকেই অসন্তষ্টী হন।তাই আপনাদের কাছে অনুরোধ এই যে (প্রশ্ন ও উত্তর অনুমোদন মুড ) বন্ধ করুন।
Share with your friends
Call

এই সিস্টেম চালু করার দরকার নাই। প্রথম অবস্থায় যারা বিস্ময়ে আসে তারা বিস্ময়ের নিয়ম এর ব্যাপারে খুব বেশি একটা অবগত না। যার কারণে তাদের কার্যক্রম বা প্রশ্ন উত্তর মন্তব্যে যথেষ্ট ত্রুটি দেখা যায়। এই ত্রুটি গুলো ঠিক করার জন্য প্রশ্ন উত্তর মন্তব্য গুলোকে অনুমোদনের অপেক্ষায় রাখা হয়। 

আর হ্যাঁ, দেরিতে অনুমোদন হওয়া যতটা বিরক্তিকর তার চেয়ে বেশি বিরক্তিকর হল ভুল প্রশ্ন উত্তর পাব্লিশ হওয়া। সেই দিকে বিবেচনা করেই এমনটা করা হয়।

আর আপনি বলতেছেন যে অনুমোদন পেতে দেরি হয় আসলে তা কিন্তু না। হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিস্ময়ে প্রতিদিন অনেক প্রশ্ন উত্তর আসে যেখানে অহরহ ভুল থাকে। যার কারণে সেই ভুল গুলো ঠিক করতে কিছুটা সময় লাগে। 

বিস্ময়ের নীতিমালা মেনে প্রশ্ন উত্তর করলে আশা করি খুব দ্রুত অনুমোদন পাবে।

Talk Doctor Online in Bissoy App