হযরত বেলাল আ.এর আযানের কোন জায়গায় উচ্চারণ হতো না ?
শেয়ার করুন বন্ধুর সাথে

হযরত বিলাল ইবন রাবাহ রা.-এর আযান শুদ্ধ হতো। তাঁর আযান খুব সুন্দর ও বিশুদ্ধ উচ্চারণে ছিল।  ‘হযরত বিলাল রা. আযানের সময় তাঁর জিহ্বার কারণে অনিচ্ছাকৃত ভুল উচ্চারণ হতো’-- এ কথার কোনো ভিত্তি নেই। এটি লোকমুখে প্রসিদ্ধ ভুল ও বানোয়াট কথা মাত্র। ইমাম মোল্লা আলি ক্বারি হানাফি রহ. বলেন, ‘‘এমন কথার কোনো ভিত্তি নেই।’’ --[কাশফুল খাফা, ১ম খণ্ড, পৃ. ২৫৮, রেওয়ায়াত  ৬৯৫] ইমাম হাফিযুল হাদীস ইবন কাসির রহ. বলেন, ‘‘এর কোনো ভিত্তি নেই। এটি সঠিক নয়।’’ --[কাশফুল খাফা, ১ম খণ্ড, পৃ. ৫৩০, রেওয়ায়াত ১৫২০] ইমাম শাফেয়ি রহ.-এর ছাত্র ইমাম ইসমাইল আল-মুযানি রহ. বলেন, ‘‘এটি মানুষের মুখে প্রচলিত কথা মাত্র। হাদীস ও সুন্নাহর কিতাবে এমন কিছুই বর্ণিত হয়নি।’’ --[কাশফুল খাফা, ১ম খণ্ড, পৃ. ২৫৮, রেওয়ায়াত ৬৯৫] মূলত হযরত বিলাল রা. সুমধুর, সুউচ্চ এবং শুদ্ধ উচ্চারণের অধিকারী ব্যক্তি ছিলেন। ইমাম হাফিয আবুল ফিদা ইসমাইল ইবন কাসির রহ. বলেন,  ‘‘একাধিক জীবনীকার লিখেছেন যে, বিলাল রা. খুবই স্পষ্টভাষী, সুমধুর কণ্ঠ ও উঁচু আওয়াজের অধিকারী ছিলেন এবং তিনি শুদ্ধভাবে কথা বলতেন।...’’

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ