গত মাসের ২৬ তারিখে আমার স্ত্রীর পিরিয়ড হয়। পিরিয়ডের বন্ধ হবার পর আমরা মিলন করি , মিলন করার সময় তার আবার ব্লিডিং হয় । পিরিয়ড তখন সব মিলিয়ে ৭ দিন মানে পরের মাসে ২ তারিখে শেষ হয় । শেষ ২ দিন তার খুব বেশী পরিমানের ব্লিডিং হয়েছিলো । পরের মাসের ২৬ তারিখ পার হয়ে আজ ৩ তারিখ কিন্তু তার পিরিয়ড হচ্ছে না । অর্থাৎ তার পিরিয়ড শুরুর দিন থেকে আজ ৮ম দিন । আমরা কনডম ব্যবহার করি । এখনে তার কি প্রেগন্যান্ট হবার কোন ঝুঁকি আছে ?  নাকি তার পিরিয়ড এম্নিতেই ডিলেইড হচ্ছে । বিয়ের সাড়ে ৩ মাস চলছে আমাদের । কাইন্ডলি আমাকে জানাবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার ব্যখ্যা অনুযায়ী প্রেগন্যান্ট হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। আপনি অপেক্ষা করুন মাসিক হবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ