Call

বেলজিয়ামের সম্পূর্ণ স্কোয়াড হল ::::: গোলকিপার : থিবো কুর্তোয়া (চেলসি), সাইমোন মাইনোলেট (লিভারপুল) , মাতস সেলস (নিউক্যাসল ইউনাইটেড), কোয়েন ক্যাস্টিলস (উল্ফসবার্গ)। রক্ষণ : টোবি অলডারওয়াইরেল্ড (টটেনহ্যাম হটস্পার), ডেড্রিক বোয়াতা (সেল্টিক), লিয়েন্ডার ডেন্ডোনকার (আন্ডারলেখট), লোরেন্ট সিমান (লস অ্যাঞ্জেলেস এফসি), ক্রিশ্চিয়ান কাবাসেলে (ওয়াটফোর্ড), ভিনসেন্ট কোম্পানি (ম্যানচেস্টার সিটি), জর্ডান লুকাকু (লাজিও), থমাস মিউনিয়ের (প্যারিস সেন্ট জার্মেন), থমাস ভার্মায়েলেন (বার্সিলোনা), ইয়ান ভের্তোনগেন (টটেনহ্যাম হটস্পার)। মাঝমাঠ : ইয়ানিক কারাসকো (ডালিয়ান ইফাং), কেভিন ডে ব্রুয়েন (ম্যানচেস্টার সিটি), নাসের চ্যাডলি (ওয়েস্ট ব্রোম), মুসা ডেম্বেলে (টটেনহ্যাম হটস্পার), মারোয়েন ফেলাইনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ইডেন হ্যাজার্ড (চেলসি), থরগ্যান হ্যাজার্ড (বরুসিয়া মুনচেনগ্লাডবাখ), আদনান ইয়ানুজাই (রিয়াল সোসাইদাদ), ড্রিয়েস মার্টেন্স (নাপোলি), ইয়োরি টিয়েলম্যান্স (মোনাকো), অ্যাক্সেল উইটসেল (টিয়াঞ্জান কুয়ানজিয়ান)। আক্রমণ : মিচি বাতসুয়ায়ি (চেলসি), ক্রিশ্চিয়ান বেনটেকে (ক্রিস্টাল প্যালেস), রোমেলু লুকাকু (ম্যানচেস্টার ইউনাইটেড)। বেলজিয়াম দলে পার্থক্য গড়ে দেওয়ার মত খেলোয়াড় হল রোমেলু লুকাকু ও ইডেন হ্যাজার্ড,কেভিন ডি ব্রুইন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ