Call

রাশিয়া বিশ্বকাপে ২৩ সদস্যের স্পেন দল :

গোলরক্ষক : ডেভিড ডি হেয়া, কেপা আরিজাবালগা ও পেপ রেইনা।

ডিফেন্ডার : দানি কারভাহাল, আলভেরো ওদ্রিজোয়া, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো, সিজার অজিপিলিকুইতা, জর্দি আলবা ও নাচো মনোরিয়েল।

মিডফিল্ডার : সার্জিও বুস্কেটস, কোকে, সাউল নিগুয়েজ, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা ও আন্দ্রেস ইনিয়েস্তা।

ফরোয়ার্ড : ইস্কো, মার্কো আসেন্সিও, লুকাস ভাসকেজ, লাগো আসপাস, রদ্রিগো মরেনো ও দিয়েগো কস্তা।স্টার প্লেয়ার দিয়েগো কস্তা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্পেন দলঃ - কোচ : জুলেন লোপতেগুই। গোলরক্ষক : কেপা আরিজাবালাগা, ডেভিড ডি গেয়া, পেপে রেইনা। রক্ষণভাগ : জর্ডি আলবা, চেজার আজপিলিকুয়েটা, দানি কারভাজাল, নাচো ফার্নান্দেজ, নাচো মনেরাল, আলভারো অদ্রিওজোলা, গেরার্ড পিকু, সার্জিও রামোস। মধ্যমাঠ : থিয়াগো আলচানতারা, সার্জিও বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, ইস্কো, কোক, সাউল নিগুয়েজ, ডেভিড সিলভা। আক্রমণভাগ : মার্কো এসেনসিও, ইগো আসপাস, দিয়েগো কস্তা, রদ্রিগো মোরেনো, লুকাস ভাজকুয়েল।

স্টার প্লেয়ারঃআন্দ্রেস ইনিয়েস্তা,ইগো আসপাস

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্পেনের খেলোয়াড়দের তালিকা ::::::::: গোলকিপার : ডেভিড দি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), পেপে রেইনা (নাপোলি), কেপা (আতলেটিক বিলবাও) -----ডিফেন্ডার : দানি কার্ভাজাল, সের্জিও র‍্যামোস, নাচো (সকলে রিয়াল মাদ্রিদ), জর্দি আলবা, জেরার্ড পিকে (দুজনেই বার্সিলোনা), নাচো মনরিয়াল (আর্সেনাল), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), ওদ্রিওজোলা (রিয়াল সোসাইদাদ) -----মিদফিল্ডার : সের্জিও বুস্কেতস, আন্দ্রে ইনিয়েস্তা (দুজনেই বার্সিলোনা), সল নিগুয়েজ, কোকে (দুজনেই আতলেটিকো মাদ্রিদ), থিয়াগো (বায়ার্ন), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), ইস্কো, মার্কো আসেনসিও, লুকাস ভাসকুয়েজ (তিনজনই রিয়াল মাদ্রিদ)------- ফরওয়ার্ড : ইয়াগো আসপাস (সেল্টা ভিগো), রডরিগো (ভ্যালেন্সিয়া), দিয়েগো কোস্তা (আতলেটিকো মাদ্রিদ)। স্টার প্লেয়ারদের মধ্যে অন্যতম হল : ইনিয়েস্তা,পিকে,রামোস,ইস্কো,কস্তা এছাড়াও আরো অনেকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ