Call
আপনি এখানে প্রবেশ করে দেখে নিন কোন দল কত সালে বিজয়ী হয়েছে এবং রানার্সআপ হয়েছে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ব্রাজিল সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়।সাল সমূহ--

  1. ১৯৫৮
  2. ১৯৬২
  3. ১৯৭০
  4. ১৯৯৪
  5. ২০০২

ইটালি ৪ বার চ্যাম্পিয়ন হয়।সাল সমূহ-
  • ১৯৩৪
  • ১৯৩৮
  • ১৯৮২
  • ২০০৬

জার্মানি ও চার বার চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন সালের তালিকা-
  1. ১৯৫৪
  2. ১৯৭৪
  3. ১৯৯০
  4. ২০১৪

আর্জেন্টিনা ২ বার বিশ্বকাপ নিয়েছে। ১৯৭৮ এবং ১৯৯৬ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা।

উরুগুয়ে ও ২ বার চ্যাম্পিয়ন হয়। ১৯৩০ এবং ১৯৫০ সালে।

তাছাড়া ইংল্যান্ড ১৯৬৬ সালে, ফ্রান্স ১৯৯৮ সালে এবং স্পেন ২০১০ সালে একবার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

রার্নাস আপ দলের তালিকা-
#জার্মানি ৪ বার রার্নাস আপ হয় - ১৯৬৬,১৯৮২,১৯৮৬,২০০২
#আর্জেন্টিনা ৩ বার রার্নাস আপ হয়-১৯৩০,১৯৯০ এবং ২০১৪ সালে।
#নেদারল্যান্ড ও ৩ বার রার্নাস আপ হয়-১৯৭৪,১৯৭৮,২০১০ সালে।
#ব্রাজিল ২ বার রার্নাস আপ হয়- ১৯৫০ এবং ১৯৯৮ সালে।
#হাঙ্গেরি ২ বার রার্নাস আপ হয়েছিল-১৯৩৮ এবং ১৯৫৪ সালে।
#চেকস্লোভাকিয়া ১৯৩৪ এবং ১৯৬২ সালে ২ বার রার্নাস আপ হয়।
#ইটালি ২ বার রার্নাস আপ হয়েছিল-১৯৭০ এবং ১৯৯৪ সালে।
তাছাড়া সুইডেন,ফ্রান্স একবার করে রার্নাস আপ হয়েছিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mahadirabbi

Call

ব্রাজিল ১৯৫৮,১৯৬২,১৯৭০,১৯৯৪,২০০২( ৫ বার ) ইটালি ১৯৩৪,১৯৩৮,১৯৮২,২০০৬ ( ৪ বার ) জার্মানি ১৯৫৪,১৯৭৪,১৯৯০,২০১৪ ( ৪ বার ) আর্জেন্টিনা ১৯৭৮,১৯৯৬ ( ২ বার ) উরুগুয়ে ১৯৩০,১৯৫০ ( ২ বার ) এবং ইংল্যান্ড ১৯৬৬ সালে, ফ্রান্স ১৯৯৮ সালে এবং স্পেন ২০১০ সালে একবার করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ