শেয়ার করুন বন্ধুর সাথে

ইতালির বিশেষজ্ঞ দলের মতে, মানুষ ডান কানে বেশি শুনতে পায়। উপরন- ডান কানের শব্দমালা মস্তিস্কের মধ্যে চমৎকার উদ্দীপনা সৃষ্টি করে। আর এ কারণে ব্যক্তি অনুরোধ রক্ষা করে বেশিরভাগ ক্ষেত্রে। তিনটি পৃথক গবেষণা দ্বারা প্রাপ্ত তথ্য বিশ্লেষণের আলোকে বিজ্ঞানী দল নিশ্চিত হয়েছেন, ৭২ ভাগ ক্ষেত্রে মানুষ ডান কানে বেশি শুনে। গবেষক দলের অন্যতম প্রফেসর সোফি স্কট মন-ব্য করেছেন, মানুষ অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল ফোনে কথা বলে ডান কানে সেটটি ধরে রেখে। অবচেতনভাবেই সে কাজটি করে। আর এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, সে ডান কানে বেশি শুনে। উত্তরটি  এখান থেকে https://www.bissoy.com/334261/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ