আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায় এই ধারণা সম্পূর্ণ ভুল।

"আনার ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়" এর কোনো বৈজ্ঞানিক ব্যাক্ষা নেই। এটা একটা খাদ্য কুসংস্কার।

(তথ্য সূত্র)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই এই ধারনা ভুল এটি অন্ধবিশ্বাস এটি কোন বৈজ্ঞানিক ব্যাখা নেই ,বর্তমানে অনেক ডেজার্ট এর সাথে আনারস থাকে এবং সেই ডেজার্ট এর সাথে দুধ থাকে । তো বুঝা গেল আনারস দুধ একসাথে খেলে কোন পয়জোনিক হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আনারস ও দুধ একসাথে খেলে বিষ হয়ে যায় এ ধারণা সমপূর্ণ ভুল।আজ পর্যন্ত এরকম ঘটনা শুনা যায়নি।অনেক তরল পানিতে আনারস ও দুধ মিশানো হয়,কোন ডাক্তার বা অন্য কেউ তো কোনো অভিযোগ করেনি এসব খেয়ে কোন ব্যক্তি মারা গেছে।এটা একটি কুসংস্কার ।আনারস ও দুধ খেলে সর্বোচ্চ একটু পেট খারাপ করতে পারে।তাছাড়া আর কিছুই না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ