আসসালামু আলাইকুম । আমার রোজা সম্পর্কিত ২ টি প্রশ্ন হচ্ছে । আমার রোজা কি মাক্রুহ হয়ে গেছে ? প্রশ্ন ১ ঃ  আমি আজ ফজর নামাজের পর মাসজিদ থেকে বের হইয়েই হঠাত "হেঁচকি'" উঠলো এবং হঠাত ঝাল ঝাল লাগলো , তো আমি আবার হুট করেই ধোক গিলে নিই ।  প্রশ্ন ২ ঃ আমার প্রায় ১০-১২ দিন ধরে গলাই কি জ্যান আটকে আছে আমি অনেক চেস্টা করে বের করতে পারি নাই তো অই ধোক টা গিলবার সাথে সাথে আর অইটা গলায় বাধছে না ।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি ঐ সময় যদি ইচ্ছা করে অর্থবা জেনে ডক গেলে থাকেন তাহল আপনার রোজা মাক্রুপ হয়ে গেছে।আর যদি ঐ সময় আপনি ডকর গেলে ফেলেছেন তারপর আপনার মনে পড়েছে ।তাহলে আপনার রোজা মাক্রুপ হয়নি।বুঝতে সমস্যা হলে মন্তব্য জানাবেন সমস্যা ইনশাল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

না,আপনার রোজা মাকরুহ হবে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ