"আগে ঘরে চেরাগ তারপর মসজিদে চেরাগ'' কথাটি অনেক যৌক্তিকতা নির্ভর করে। এই আঞ্চলিক কথাটির অর্থ এমনই যে, আগে নিজের সমালোচনা করুন, তারপর অন্যের সমালোচনা করুন। আগে নিজে ভালো হন, তারপর অন্যকে ভালো হতে বলুন। আগে নিজের ঘর আলোকিত করুন, তারপর অন্যের ঘর আলোকিত করুন। সুতারং এই আঞ্চলিক কথাটি অনেক যৌক্তিকতা নির্ভর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

গরত চেরাগ নদি, মসইদুদ চেরাগ = (ঘরে বাতি না দিয়ে, মসজিদে বাতি দেওয়া) = ঘরকে সহায়তা না করে, পরকে সহায়তা?

এটা মুরব্বীদের কথা।
কুরআন-হাদীসে এর কোনো ভিত্তি নেই।
ঘর থেকে মসজিদ উত্তম।
তাই, ঘরকে আপন আর মসজিদকে পর ভেবে এমন কথা বলা হারাম।
এটা গ্রাম‍্য মুরব্বীদের তৈরী করা ভ্রান্ত প্রবাদ!
তবে, ঐভাবে না বলে এভাবে বলা যেতে পারে, ঘরকে সহায়তা না করে, পরকে সহায়তা?
https://www.bissoy.com/806117/
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ