পৃথীবির সব দেশ থেকেই কি সূর্য পূর্ব দিক থেকে ওঠে?
শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ, অবশ্যই। তবে উত্তরাঞ্চলে কিছুটা দক্ষিণ কোন থেকে উঠতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
রুপ

Call

হ্যা পৃথিবীর সব দেশ থেকেই পূর্বদিকে সূর্য ওঠে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এ এক চিরকালীন সত্য। আমরা সবাই জানি সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। প্রকৃতপক্ষে (যে হেতু অক্ষের উপর পৃথিবী আবর্তিত হয়, সেটা পৃথিবী ও সূর্যের সংযোগকারী রেখার সঙ্গে লম্ব ভাবে থাকে না) সূর্যোদয় ও সূর্যাস্ত ঠিক কোন দিকে হবে তা সেই স্থানের অক্ষাংশের ওপর নির্ভর করে (তুমি উত্তরে দিল্লিতে আছে নাকি দক্ষিণে চেন্নাইতে)। এটা বছরের কোন সময়ে দেখা হচ্ছে, তার উপরেও নির্ভরশীল (যেমন, গরমে না শীতে)। এখানে একটি রেখা রয়েছে, যাতে গরম কালে দিল্লির আকাশে সূর্যের চলাচল বোঝানো হয়েছে (অক্ষাংশ-২৮ ডিগ্রি উত্তর), সূর্য সে সময় উত্তর-পূর্ব দিকে ওঠে এবং উত্তর-পশ্চিমে অস্ত যায় (সূযোর্দয় ও সূর্যাস্তের সময়টা আনুমানিক ভাবে দেওয়া হয়েছে)। শীতকালে সূর্য সারা ক্ষণই দক্ষিণে থাকে। এ ধরণের উত্তর অক্ষাংশে সূর্য সর্বদাই দক্ষিণ দিকে থাকে (সাড়ে তেইশ ডিগ্রির বেশি অক্ষাংশের ক্ষেত্রে)। সত্যি বলতে কি, বিষুবরেখা থেকে তোমরা যতই উত্তরের দিকে যাবে, আকাশে সূর্যের গতিবিধি ততই বেশি বেশি স্পষ্ট হবে, বিশেষত গরমে। উদাহরণ হিসেবে বলা যায়, গরম কালে লন্ডনে(৫১ ডিগ্রি উত্তর) সূর্য অতি দীর্ঘ পথ পেরোয়, তাই সেখানে গরমের দিনগুলি অত্যন্ত দীর্ঘ হয় এবং শীতের দিনগুলি ছোট। বিপরীতে চেন্নাইয়ের মতো জায়গায় (অক্ষাংশ-১৩ ডিগ্রি উত্তর) বছরের কোনও সময়েই দিনের দৈর্ঘ্য খুব একটা বড় হয় না। সংক্ষেপে বলতে গেলে, গরম কালে তোমরা যতই বিষুবরেখা থেকে দূরে যাবে, সূর্য আরও আরও উত্তরে উদিত হবে। শেষ পর্যন্ত উত্তর মেরুতে সূর্য কখনওই অস্ত যাবে না। তোমরা বিষয়টাকে এ ভাবে ভাবতে পার, সূর্য উত্তর দিকে উঠল, দিনের মাঝখানে দক্ষিণ দিকটিকে প্রদক্ষিণ করল এবং শেষে উত্তরেই অস্ত গেল। এখানে ৬ মাস দিন হয় এবং তার পর ৬ মাস রাত্রি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

যেহেতু সূর্যকে স্থির বলা যায় এবং পৃথিবী প্রায় পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরে তাই প্রায় সকল দেশে সূর্য পূর্ব দিকেই উঠে । যদিও বার্ষিক গতির কারনে সূর্য উঠার সামান্য দিক পরিবর্তন হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ