AhadulIslam

Call

ভাই সপ্নদোষ সব ছেলেরই হয়ে থাকে।আপনি চাইলেই এটি চিরতরে নির্মুল করতে পারবেন না।তবে আপনি যদি খারাপ চিন্তা ভাবনা না নিয়ে ঘুমান তাহলে আপনার সপ্নদোষ হওয়ার সম্মাবনা খুব কম থাকবে।আপনি ঘুমানোর আগে কিছু ইসলামিক দোয়া মাসলা পড়ে ঘুমাবেন।আর আপনি ডাক্তার এর সাথে যোগাযোগ করুন।ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সাপ্তাহে ৪-৫ বার স্বপ্নদোষ  হওয়া বড় কথা নয়।তবে ও করনীয়:

  • হস্তমৈথুন করলে ছেড়ে দিন
  • পর্ন দেখা বন্ধ করে দিন
  • মেয়েদের দিকে কু নজরে তাকাবেন না
  • খারাপ চিন্তা ভাবনা থেকে ধুরে থাকুন
  • নিয়মিত নামাজ পড়ুন
  • আল্লাহকে ভয় করুন,তার কাছে ক্ষমা চান।তিনি ই সব সমস্যার সমাধান
আসা করি উক্ত কাজ গুলো করলে সেরে যাবে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার বয়স কত? আপনি রাত্রে ঘুমানোর পূর্বে পণ ভিডিও দেখবেন না।হালকা গরম পানি দিয়ে গোসল করবেন।প্রসাব করে ঘুমাতে যাবেন।  আশা করি, স্বপ্নদোষ হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক জন যৌন বিশেষজ্ঞ ডাক্তারে পরামর্শ নেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঐষুধ নয়। নিজের স্বভাব ভালো করো। আর ঘুমানোর দু,আ পড়ে ঘুমাও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কিছুটা অস্বাভাবিক। কিছু অভ্যেস চালু করলে আশা করি বন্ধ হবে।


১) পানি বেশী খাবেন।
২) প্যান্ট পরে ঘুমাবেন না।
৩) অশ্লীল ভিডিও, ছবি বা লেখা থেকে দূরে থাকবেন। এসব থেকে বিরত থাকার উপায় হলো ব্যস্ত থাকা ও একাকি না থাকা।
৪) ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবেন এবং প্যাট খালি করার চেষ্টা করবেন।

আশা করি ঠিক হয়ে যাবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

1)আপনাকে পর্ণ মুভি দেখা বন্ধ করতে হবে ৷ 2) নামাজ পরুন ৷ 3) ঘুমানোর আগে ওযু করে ঘুমান এটাই বেস্ট ঔষুধ ৷ 4) ঘুমানোর আগে আয়াতুল কুরসী ,৪ কুল , ২ আয়াত পরবেন ৷ 5)হামদর্দের জারনাইড সিরাপ খেতে পারেন ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এই ধরনের প্রবলেম এ হোমিও ঔষধ বিশেষ কার্যকারি। আপনি অভিজ্ঞ হোমিও চিকিৎসক এর পরামর্শ নিন। যে ঔষধ গুলা কাজ করে থাকে, selix nig,acid phos,nat mur,argent nit+met,lyco, ইত্যাদি 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ