মাসিক অবস্থায় বা মাসিক বন্ধ হবার ৪ বা ৫ দিনের মধ্যে মিলন করলে কি ক্ষতি হবার সম্ভাবনা থাকে? বা গর্ভে বাচ্চা হবার? 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথমে দেখতে হবে মাসিক কত দিনের হয়? আর, নিয়মিত মাসিক হয় কি না? →যদি মাসিক ৩ দিনের হয় এবং নিয়মিত হয়। আর, আপনি মাসিক শেষ হওয়ার ৪ দিনের মধ্যে অর্থাৎ ৭ম দিনে সহবাস করেন, তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা একটু কম। তবে, নিশ্চিত নয়। কারন, যেহেতু আপনি ৪/৫ দিনের মধ্যে এবং নিরাপদ দিনের একেবারে শেষ পর্যায় বা নিরাপদ দিন অতিক্রম করে সহবাস করেছেন, সেহেতু গর্ভধারণের সম্ভাবনা আছে। →আর, মাসিক ৪/৫/৬/৭ দিনের হলে, এমতাবস্থায় গর্ভধারণের সম্ভাবনা খুবই প্রবল। তাই, আপনারা এক সাপ্তাহ পর প্রেগন্যান্সি চিপ দিয়ে পরিক্ষা করে দেখুন। এবং, পুরোপুরিভাবে ফলাফল পেতে দ্বিতীয় সাপ্তাহে আবার চেক করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ